কোম্পানীগঞ্জ সীমান্তে যুবকের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১ মে ২০১৫, ১০:৫৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সীমান্তের ১২৫১ নম্বর সীমান্ত পিলার এলাকা থেকে ইছহাক আলী (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার পূর্ণাছগাম গ্রামের সোনাফর আলীর পুত্র।
কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই আবুল কালাম আজাদ জানান, ইছহাক আলী ২/৩ দিন আগে সীমান্ত এলাকায় গিয়ে নিখোঁজ হয়। গতকাল ৩০ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৩টায় পুলিশ খবর পেয়ে সীমান্তের ১২৫১/১৯(এস) পিলারের ২০ গজ অভ্যন্তর থেকে তার লাশ উদ্ধার করে।
এসআই আবুল কালাম আরও জানান, তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তার কপালে ছোট তিনটি ছিদ্র রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের বরাত দিয়ে তিনি জানান, ভারতীয় খাসিয়াদের গুলিতে তার মৃত্যু হয়েছে এমন ধারণা করা হচ্ছে।