তাহিরপুরে ঢালাইয়ের পরদিনই ভেঙে পড়ল ব্রিজ
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০১৫, ৯:২২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সুনামগঞ্জের তাহিরপুরে দিঘীরপাড় সড়কের ব্রিজ ঢালাইয়ের একদিন পরই ২৯ এপ্রিল বুধবার ছাদ ভেঙে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের তত্ত্বাবধানে ২০১৪-১৫ অর্থ বছরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের দিঘিরপাড় সড়কে ৩৪ লক্ষ টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণের দায়িত্ব পায় ঠিকাদার রেনু মিয়া।
এলাকাবাসীর অভিযোগ, প্রকল্প বাস্তবায়ন অফিসের কোন প্রকার তদারকি ছাড়াই ঠিকাদার অধিক মুনাফার আশায় নিম্ন মানের বালু-পাথর ও সিমেন্ট ব্যবহার করে সম্প্রতি ব্রিজের ছাদ ঢালাই সম্পন্ন করে। ঢালাই সম্পন্ন হওয়ার একদিন পড়েই গতকাল বুধবার সকালে ব্রিজের ছাদ ভেঙে পড়েছে।
দিঘিরপাড় গ্রামের সরাফত আলী, আব্দুল্লাহ আল মামুন ও সাখাওয়াত জানান, দিঘিরপাড় ব্রিজটি জন চলাচলের গুরুত্বপূর্ণ ব্রিজ। কোন প্রকার তদারকি ছাড়াই ঠিকাদার নিম্নমানের বালু-পাথর ও অন্যান্য সামগ্রী ব্যবহার করায় ব্রিজটির ছাদ ঢালাইয়ের একদিন পরই ভেঙে পড়েছে।
এ বিষয়ে তাহিরপুর উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা প্লাবন পালের সাথে যোগাযোগ করলে তিনি কোন সংবাদ না করার অনুরোধ করেন।
এ প্রসঙ্গে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, নিম্ন মানের সামগ্রী ব্যবহার করায় ব্রিজটি ভেঙে পড়েছে।