জুড়ী উপজেলা চেয়ারম্যান গুলশানা আরা মিলির শপথ গ্রহণ
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০১৫, ৮:৪০ পূর্বাহ্ণ
জেলার জুড়ী উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান গুলশানা আরা মিলি শপথ গ্রহণ করেছেন।
গতকাল ২৯ এপ্রিল বুধবার দুপুরে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমেদ তাঁকে শপথবাক্য পাঠ করান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এম ডি আল আমিন, স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক মো. মিজানুর রহমান, সিলেট সিটি করপোরেশনের নির্বাহী কর্মকতা এনামুল হাবীব, সিসিকের সচিব মো. রেজা-ই রাফিন সরকার।
শপথ অনুষ্ঠানে সিলেট বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমেদ বলেছেন, বর্তমান সরকার জনগনের সার্বিক উন্নয়নে কাজ করছে। আপনারাও স্ব-স্ব জায়গা থেকে উন্নয়ন ধারা অব্যাহত রাখবেন। তাহলে দেশ আরো এগিয়ে যাবে। এই নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে আপনাদের নির্বাচিত করেছে। জনগণের প্রতি নিবেদিত হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন- জনগণকে সেবা দেওয়ার জন্য আপনারা যে শপথ আজ নিলেন এর চেতনা অবশ্যই সমুন্নত রাখতে হবে।
নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান গুলশানা আরা মিলি শপথ গ্রহণ শেষে বলেন, আমার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জুড়ী উপজেলার উন্নয়নের জন্য আমি সর্বাত্মক চেষ্টা কর।
প্রসঙ্গত, জুড়ী উপজেলা পরিষদের ২ বারের নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মুমীত আসুক গত ২২ নভেম্বর মৃত্যুবরন করাতে আসনটি শূন্য হলে গত ২৯ মার্চ জুড়ী উপজেলা পরিষদের উপ-নির্বাচনে সিলেট বিভাগের প্রথম নারী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।