বড়লেখায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০১৫, ৭:১৬ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে একটি বাল্যবিয়ে বন্ধ হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও তাৎক্ষনিক উদ্যোগ নেয়ায় গতকাল ২৯ এপ্রিল বুধবার সেতু আক্তার সিমা (১২) বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল।
জানা যায়, উপজেলা সদরের উত্তর চৌমুহনী বারইগ্রামের মৃত চুনু মিয়ার কিশোর ছেলে বাচন মিয়ার সাথে নুর উদ্দিনের মেয়ে সেতু আক্তার সিমা (১২) শুক্রবার বিয়ের দিনক্ষণ ঠিক হয়। স্থানীয় মানবাধিকার কর্মী আব্দুল আজিজ এ বাল্যবিয়ের আয়োজন না করতে বরের মা রিনা বেগম ও কনের বাবা-মাকে পরামর্শ দেন। বিয়ে পণ্ডের আশংকায় বর-কনের পরিবার বুধবার গোপনে বিয়ের প্রস্তুতি নিলে মানবাধিকার কর্মী আব্দুল আজিজ বিষয়টি ইউএনও’কে অবহিত করেন।
বড়লেখায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান জানান, খবর পেয়ে মহিলা বিষয়ক অফিসের স্টাফ মৃগেন কান্তি ভাদুড়ীকে পাঠিয়ে তিনি বাল্যবিয়েটি বন্ধ করেন। প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দিতে বর-কনের অভিভাবকের নিকট থেকে আন্ডার টেইকেন নেয়া হয়েছে।