উ. কোরিয়ার ১৫ প্রভাবশালী কর্মকর্তাকে ফাঁসি দিয়েছে দেশটির নেতা কিম জং উন
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০১৫, ১০:০৫ পূর্বাহ্ণ
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চলতি বছর ১৫ জন সিনিয়র সরকারি কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির গোয়েন্দা সংস্থা-এনআইএস বলেছে, উত্তর কোরিয়ার তরুণ নেতা কিম জং উনের নীতির সমালোচনা করার কারণে তাদেরকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
দক্ষিণ কোরিয়ার ‘ইউনহাপ’ বার্তা সংস্থা লিখেছে, যাদেরকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তাদের মধ্যে উপমন্ত্রী পর্যায়েরও দুই জন রয়েছেন। কয়েকজন আইন প্রণেতা এনআইএস-কে এসব তথ্য জানিয়েছে বলে দাবি করা হয়েছে।
উত্তর কোরিয়ায় ৬০ বছরেরও বেশি সময় ধরে শাসন করছে কিম পরিবার। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কিম পরিবার এর আগেও এ ধরনের নৃশংস পন্থা অনুসরণ করেছে বলে দাবি করা হয়। ২০১৩ সালে বর্তমান নেতা কিম জং উন তার নিজের ফুফা জং সং থায়েককে রাষ্ট্রদ্রোহ ও দুর্নীতির অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে বলে এর আগে খবর প্রকাশিত হয়েছে।