গোয়াইনঘাটে ১৮ লাখ টাকার চোরাই গাছ উদ্ধার, আটক ৬
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০১৫, ১২:২৩ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেটের গোয়াইনঘাটে গাছ চোর চক্রের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। প্রায় ১৮ লাখ টাকার গাছ চুরি করে ট্রাকে করে পালিয়ে যাওয়ার সময় শনিবার দিবাগত রাতে তাদের হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে- উপজেলার জাফলং কালিজুরী গ্রামের শফি উল্লাহ‘র পুত্র আবুল কালাম (৩৩) ও আব্দুস শুক্কুরের পুত্র সুহেল (২০), জৈন্তাপুর উপজেলার বাউরভাগ গ্রামের আজিজুর রহমানের পুত্র নিজাম উদ্দিন (৩৮), পাবনা জেলার মোয়াজ্জেম হোসেন (২৮), ফেনি জেলার ওলি আহমদ (৩০), ঢাকা জেলার সুজন আহমদ (৩০)।
জানা যায়, শনিবার রাত ১টার দিকে জাফলং কালিজুরী গ্রামের আবুল কালাম‘র নেতৃত্বে ৪০/৫০জন লোক জাফলং বন বিভাগের ছৈলাখেল ৩য় খণ্ড মৌজার জে.এল.নং -১০৪.দাগ নং-১৩৬ এ ২০ধারার সংরক্ষিত বন ভূমিতে গাছ কাটছে এমন সংবাদ পান বন বিভাগের কর্মকর্তারা। এরপর তারা গোয়াইনঘাট থানা পুলিশের সহায়তা চান। থানার সেকন্ড অফিসার এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে দ্রুত হানা দেয়। এসময় গাছ চোর চক্রের ৬ সদস্যকে হাতে নাতে আটক করা হয়। জব্দ করা হয় গাছ বহনকারী ১টি ট্রাক নং (সিলেট-ড-১১-০৯৮৬)।
উদ্ধার করা হয় ৩শ ৬২টি আকাশ মনি গাছ। যার দাম প্রায় ১৮ লাখ টাকা। গভীর রাতে পরিচালিত অভিযানে গোয়াইননঘাট থানার অন্যান্য কর্মকর্তাদের মধ্যে এসআই হাদি, এসআই মিজান, এসআই আরিফ, এসআই ইউনুছসহ পুলিশের অন্তত ২০ সদস্য অংশগ্রহণ করেন।
বন বিভাগ সূত্র জানায়, রাতের আধারে গাছ চুরির ঘটনা ঘটছে। শনিবার রাতে প্রায় এক একর ভুমি উজাড় করে ১৮ লাখ টাকার আকাশ মনি গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। পরে তারা পালিয়ে যাওয়ার সময় ট্রাকসহ চোর চক্রের ৬ সদস্যকে আটক করতে সক্ষম হন।