ঢাকায় ভোটের আগে টাকা বিতরণের অভিযোগে ১জন আটক
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০১৫, ১০:০১ পূর্বাহ্ণ
ঢাকায দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় একজন কাউন্সিলর প্রার্থীর সমর্থকের বিরুদ্ধে টাকা বিতরণের অভিযোগে রমনা এলাকার বস্তিতে মাসুদ নামে এক ব্যক্তিকে আটক করেছে রমনা থানা পুলিশ।
মো. মাসুদ, আমির হোসেন নামের একজন কাউন্সিলর প্রার্থীর হয়ে কাজ করছিলেন।
নয়াটোলা ৪০ ঘর বস্তিতে গতকাল রোববার মধ্যরাতে মো. মাসুদ নামের ঐ ব্যক্তিকে আটক করে পুলিশ।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ৩৫ নম্বর ওয়ার্ডের আমির হোসেন নামের একজন কাউন্সিলর প্রার্থীর সর্মথক ছিলেন মাসুদ নামের ঐ ব্যক্তি।
ভোটের আগে অর্থ দিয়ে ভোট কেনার যেসব খবর পাওয়া যায়, সেসবের প্রেক্ষিতে নয়াটোলা এলাকায় পুলিশের একটি দল যায় মধ্যরাতে।
পুলিশের কর্মকর্তা মশিউর রহমান দাবি করেন ভোটারদের মধ্যে ‘টাকা বিতরণের’ সময় তাঁকে আটক করা হয়।
মাসুদকে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হলে তাকে ২৫ হাজার টাকা জরিমানা ও দুইমাস কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।