জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৬, ২৯ এপ্রিল ও ২ মে’র পরীক্ষা স্থগিত
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০১৫, ৮:১২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৬, ২৯ এপ্রিল ও ২ মে’র সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের (ভারপ্রাপ্ত) পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। আসন্ন সিটি নির্বাচনের কারণে পরীক্ষা স্থগিত করা হলেও বিবৃতিতে অনিবার্য কারণে পরীক্ষা স্থগিতের কথা উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, স্থগিতকৃত এসব পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
এছাড়া পরীক্ষার সময়সুচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) ও (www.nubd.info) থেকে পাওয়া যাবে।