রাজনগরে পানিতে ডুবে নারী নিহত
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০১৫, ৭:১৬ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধ ::
রাজনগর কাশিমপুরে পানিতে ডুবে এক নারী নিহত হয়েছেন। গতকাল বিকালে উপজেলার ফতেহপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে এ ঘটনা ঘঠে। নিহত নারীর নাম রুপই বেগম (৫০)। স্বামীর নাম আব্দুল আজিজ।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদির জানান, গতকাল বিকালে রুপই বেগম গোসল করার জন্য বাড়ির পাশের পুকুরে যান। এর পর আর তাকে পাওয়া যাচ্ছিলনা। পরে বিকালে ওই পুকুর থেকে তার লাশ তুলা হয়। নিহত রুপই বেগম অসুস্থ ছিলেন বলে জানা গেছে। প্রশাসনের অনুমতি নিয়ে লাশ দাফনের ব্যবস্থা করা হচ্ছে। নিহত রুপই বেগমরে স্বামী আব্দুল আজিজের বাড়ি সদর উপজেলার সমশেরগঞ্জ এলাকায়। তিনি স্ত্রীকে নিয়ে শশুরবাড়ি কাশিমপুর গ্রামে বসবাস করছিলেন।