মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসির ২০ বছরের কারাদণ্ড
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০১৫, ৯:১১ পূর্বাহ্ণ
মিশরের একটি আদালত দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে।
২০১২ সালে তার শাসনামলে বিরোধী প্রতিবাদকারীদের হত্যা করতে তার দল মুসলিম ব্রাদারহুডের সমর্থকদের উস্কানি দেওয়ার দায়ে তাকে এই দণ্ড দেওয়া হয়েছে।
বর্তমানে আরো অনেক মামলাতে মুরসির বিচার চলছে। এই প্রথম তার একটির রায় দেওয়া হলো। তবে মুরসিকে খুনের অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে।
আইনজীবীরা বলছেন, অন্যথায় তার মৃত্যুদণ্ডের রায় হতে পারতো।
এই একই মামলায় আরো ১২জনের একই সাজা হয়েছে।
মিশরের সেনাবাহিনী গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ২০১৩ সালে ক্ষমতা থেকে উৎখাত করে।
প্রেসিডেন্টের প্রাসাদের বাইরে ২০১২ সালের ডিসেম্বর মাসে বিরোধী প্রতিবাদকারীদের সাথে মি. মুরসির দল মুসলিম ব্রাদারহুডের সমর্থকদের এই সংঘর্ষ ঘটে।