আশুলিয়ায় ব্যাংক ডাকাতি, ম্যানেজারসহ ৬ জন নিহত
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০১৫, ১২:১৮ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সাভারের আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকের কাঠগড়া শাখায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যাংকের ম্যানেজারসহ ৬ জন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশের সাভার জোনের সিনিয়র সহকারী কমিশনার রাসেল শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর আড়াইটার দিকে তিনটি মোটর সাইকেলে এসে ব্যাংকের ভেতরে প্রবেশ করে ডাকাতদল গুলি করতে থাকে। এতে ভয়ে লোকজন ছুটোছুটি করতে থাকেন। এ সময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। তাদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গুলিবিদ্ধ হয়ে নিহতরা হলেন- ব্যাংকের ম্যানেজার ওয়ালিউল্লাহ, নিরাপত্তাকর্মী বদরুল আলম, গ্রাহক পলাশ, মুড়ি বিক্রেতা মুনির ও স্থানীয় ব্যবসায়ী জিল্লুর রহমান। তারা এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বলে সমকালকে নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক জাহিদুর রহমান।
এ দিকে গুলি করে পালানোর সময় ব্যাগে রাখা বোমা বিস্ফোরণে এক ডাকাত নিহত হয়। হামলাকারী আরেক ডাকাতকে আটক করা হয়েছে।
ব্যাংকের ক্যাশিয়ার তরিকুল ইসলাম বলেন, ‘ব্যাংক থেকে ডাকাত দল ৬ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।’
ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, ব্যাংক লুট করে নিয়ে যাওয়ার সময় ৬ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।