আগামী মঙ্গলবার ইয়েমেন থেকে আরও ১৩৬ বাংলাদেশি দেশে ফিরবেন
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০১৫, ১২:৩৯ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন থেকে উদ্ধার হয়ে পার্শ্ববর্তী জিবুতিতে যাওয়া আরও ১৩৬ বাংলাদেশি আগামী ২১ এপ্রিল মঙ্গলবার দেশে ফিরবেন। এদিন সন্ধ্যার পর বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তাদের ঢাকায় নিয়ে আসা হবে।
আজ ২০ এপ্রিল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ তথ্য জানান। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠেয় আফ্রো-এশীয় শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদানের বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
শাহরিয়ার আলম জানান, ইয়েমেনে প্রায় তিন হাজার বাংলাদেশি থাকার কথা বলা হলেও রয়েছেন এক হাজারের নিচে, আরও স্পষ্ট করে বললে ৭০০-৮০০। এর মধ্যে দেশে ফেরার জন্য নিবন্ধন করেছেন ৫০৮ জন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, দু’দফায় ইতিমধ্যে ঢাকায় ফিরেছেন ৩৩৭ বাংলাদেশি। মঙ্গলবার রাতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে নিয়ে আসা হবে আরও ১৩৬ জনকে। এছাড়া, কেউ যদি দেশে ফেরত আসতে চান তবে তারা সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই তাদের ফেরত আনা হবে।