সিএনজি চালকের ফাঁদে পরে গণধর্ষণের শিকার হলেন গৃহবধু, আটক ৩
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০১৫, ৯:৩৯ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি
কুলাউড়া উপজেলার কীভডন চা বাগানে গত ১৫ এপ্রিল বুধবার রাতে জুড়ী উপজেলার রাজকী চা বাগানের এক চা শ্রমিক গৃহবধু সিএনজি চালকের ফাদে পরে গণধর্ষনের শিকার হয়েছেন। এঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে স্থানীয় লোকজন ৩ যুবককে আটক করে গণধোলাই দিয়ে কুলাউড়া থানা পুলিশের নিকট সোপর্দ করেছে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, জুড়ী উপজেলার রাজকী চা বাগানের এক চা শ্রমিক দম্পতি বুধবার সন্ধ্যায় বাগান থেকে সিএনজি অটোরিক্সা যোগে রানীমোরা এলাকায় তাদের কাকার বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হন। ফুলতলা বাজারে আসার পর সিএনজি চালক কৌশলে তাদের কাছ থেকে প্রথমে ভাড়া আদায় করে এবং গাড়ী নষ্ট হওয়ার অযুহাত দেখিয়ে সময় পেন করে। পথিমধ্যে কলাবাড়ী নামক স্থান থেকে চালক তার ২ সহযোগিকে গাড়ীতে তুলে। কাপনাপাহাড় এলাকায় আসার পর সিএনজি চালক ও তার সহযোগিরা গাড়ী নিয়ে কুলাউড়া উপজেলার কীভডন চা বাগানের নাগমন্দিরের পাশে নির্জন স্থানে নিয়ে চা শ্রমিক গৃহবধুর স্বামীকে বেধে ফেলে স্ত্রীকে গণধর্ষন করে। একসময় ঐ গৃহবধু বাগান ব্যবস্থাপকের বাংলোর দিকে আশ্রয় দৌড়ে পালালে চিৎকারে শোনে কীভডন বাগানের শ্রমিকরা এগিয়ে আসে।
শ্রমিকরা হাতেনাতে জুড়ী উপজেলার উত্তর সাগরনালের নজরুল (২৩), হোসনাবাদের দুলাল (২৪) ও কোনাগ্রামের আসুক (২২) নামক ৩ যুবককে আটক করে। আটককৃতদের গণধোলাই দিয়ে রাতেই পুলিশের হাতে সোপর্দ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল আহাদ জানান, গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। গৃহবধুর ডাক্তারি পরীার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানোর হবে।