দি স্টার কিন্ডার গার্টেন অ্যান্ড জুনিয়র হাই স্কুলের বার্ষিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০১৫, ১০:০৭ পূর্বাহ্ণ
শহর প্রতিনিধি
দি স্টার কিন্ডার গার্টেন অ্যান্ড জুনিয়র হাই স্কুলের বার্ষিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। সম্প্রতি সকাল ১১টায় স্কুল মাঠে এ অনুষ্ঠান করা হয়।
স্কুল ম্যানেজিং কমিটির উপদেষ্ঠা ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হাবিবুল বাশার সুমনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিয আলাউর রহমান টিপু, বিশেষ অতিথি ছিলেন, স্কুলের প্রিন্সিপাল মাওলানা শফিকুল আলম সুহেল, মুফতি রুহুল আমীন, জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম আহমদ, জহিরুল ইসলাম, শিহাবুর রহমান, হাফিয এনামুল হক প্রমুখ।