কুলাউড়ায় বজ্রপাতে বউ শাশুড়ির মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০১৫, ৫:৪৩ পূর্বাহ্ণ
বিশেষ সংবাদদাতা ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের হাজীপুর গ্রামে গতকাল ১২ এপ্রিল রবিবার সকাল ৭টায় বজ্রপাতে ঘরের ভিতরে বউ শ্বাশুড়ির মৃত্যু হয়েছে। সকাল ৭টায় হাজীপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, সাড়ে ৬টার বৃষ্টির সাথে প্রচ- গর্জন করে বজ্রপাত হয়। এ বজ্রপাতটি ঘরের পড়লেও আগুনে একটি অংশ ঘরের দরজা দিয়ে ঘরে ভিতরে প্রবেশ করে। এসময় ঘরের কোনায় শাশুড়ি দুলবি বিবি (৬০) ঘরের কাজ করছিলেন এসময় এ বজ্রপাতের আগুন দুলবি বেগমের মুখে লাগলে তার ছেলের বউ ছইফা বেগম (৩৫) রান্নাঘর থেকে চিৎকার দেয়। এ চিৎকারে ঘরে ঘুমে থাকা বারিক মিয়া উঠে তার মায়ের মুখে আগুন দেখতে পায়। দৌড়ে এসে তার মার আগুন নিভানোর পর দেখতে পায় তার স্ত্রী ছইফা বেগম রান্নাঘরে পড়ে রয়েছে। কাছে যাওয়ার পর দেখতে পায় সেও মারা গেছে। তবে তার গায়ে কোন ধরনের চিহ্ন নাই।
নিহত দুলবি বিবির ১ছেলে ২মেয়ে রয়েছেন ও ছইফা বেগম এর ৩ছেলে ১মেয়ে রয়েছে।
হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ আলী বজ্রপাতে শ্বাশুড়ি ও পুত্রবধূর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, কুলাউড়া নির্বাহী কর্মকর্তা সাথে আলোচনা সাপেক্ষে বজ্রপাতে নিহত বউ শাশুড়ীকে দাফন সম্পন্ন করার অনুমতি দিয়ে গেছেন।