কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের আদেশ কারাগারে পৌঁছেছে
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০১৫, ১১:১৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বাংলাদেশে ১৯৭১-এ মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকরের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী আদেশ কারাগারে পৌঁছেছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
কামারুজ্জামানের পরিবারের একুশজন সদস্য তার সঙ্গে দেখা করতে আজ বিকেলে কারাগারে গেছেন।
আজই তাঁর মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বলা হয়েছে।
এ বিষয়ে আজ দুপুরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ফাঁসি কার্যকরের প্রক্রিয়া সম্পন্নের পথে। আজই তাঁর ফাঁসি কার্যকর করা হবে।
এর আগে গতকাল মুহাম্মদ কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কিনা, তার সেই সিদ্ধান্ত জানতে শুক্রবার সকালে দু’জন ম্যাজিস্ট্রেট কারাগারে গিয়েছিলেন।
কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে ‘প্রাণভিক্ষা চাননি’ বলে ইঙ্গিত দিয়েছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর করার সব প্রস্তুতি তারা সম্পন্ন করে রেখেছেন।
একাত্তরে শেরপুরের সোহাগপুর গ্রামে ১৪৪ জনকে হত্যা ও নারী নির্যাতনের দায়ে ২০১৩ সালের ৯ মে কামারুজ্জামানকে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল-২। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে আসামিপক্ষ। গত বছরের ৩ নভেম্বর সোহাগপুর হত্যাকাণ্ডের দায়ে সংখ্যাগরিষ্ঠ মতে কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হলে ৫ মার্চ তা পুনর্বিবেচনার আবেদন করেন কামারুজ্জামান। দুই দফা শুনানি পেছানোর পর গত রোববার আপিল বিভাগে ওই আবেদনের শুনানি হয়। ৬ এপ্রিল দেওয়া রায়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল রাখেন।
আপিল বিভাগের এই রায়ের কপি বুধবার কারাগারে পৌঁছনোর পর তাকে সেদিনই তা পড়ে শোনানো হয়।
সর্বশেষ সুযোগ হিসেবে প্রাণভিক্ষা চাওয়া না চাওয়ার প্রশ্নে তিনি গতকাল তার আইনজীবীদের সাথে পরামর্শও করেছেন।