বড়লেখায় তুচ্ছ ঘটনার জের ধরে স্কুল ছাত্র খুন: গ্রেফতার ৩
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০১৫, ৭:৪৫ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখায় তুচ্ছ ঘটনার জের ধরে নেপাল কর (১৮) নামের এক স্কুল ছাত্রকে খুন করা হয়েছে। গত রাত ১০টায় পৌর শহরের ডিগ্রি কলেজের সম্মুখে এ ঘটনাটি ঘটে। নিহত নেপাল কর পৌর শহরের গ্রামতলা গ্রামের বাসিন্দা গোপাল করের পুত্র ও ছোটলেখা উচ্ছ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র । এ ঘটনায় সম্পৃক্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নিহত স্কুল ছাত্রের সহপাঠিরা।
জানা যায়, গত ১০ এপ্রিল রাত ১০টার দিকে টিভিতে ক্রিকেট খেলা দেখা শেষে নেপাল তার সহযোগিদের সাথে বাড়ি ফিরছিল। পথিমধ্যে নেপালের সাথে খেলা সংক্রান্ত বিষয় নিয়ে রমেশ, দিলিপ ও রতনের সাথে তর্ক হয়। পরে বড়লেখা ডিগ্রি কলেজের সম্মূখে পৌঁছালে নেপালের সহযোগিরা ধারোলো ক্ষুর দিয়ে তার গলায় কোপ দিলে প্রচুর রক্তকরণ হয়। পরে স্থানীয়রা তাকে রাস্তার পাশে কাতরাতে দেখে উদ্ধার করে দ্রুত বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাড়াশি অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত পৌর শহরের গ্রামতলা গ্রামের রমেশ কর (২৭), দিলিপ কর (২০), রতন কর (২২) কে গ্রেফতার করে। পুলিশী জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকান্ডের কথা স্বীকার করেছে।
এদিকে নেপালের হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছোটলেখা উচ্ছ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিক্ষোভ মিছিল করেছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে মামলা নং (০৭/৩০২/৩৪/ তাং ১১-০৪-১৫ইং)।