বড়লেখায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০১৫, ৫:৫২ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে মৌলভীবাজারের বড়লেখায় গতকাল ৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বড়লেখা উপজেলার সদর ইউনিয়ন, কাঠালতলী ৮নং দক্ষিণভাগ উত্তর, দক্ষিণ শাহবাজপুর ও তালিমপুর ইউনিয়নের জনপ্রতিনিধি এবং এলাকার জনগণকে নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সদর ইউনিয়ন পরিষদ মিলনায়াতনে আয়োজিত মতবিনিময় সভায় ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ সভাপতিত্ব ও ইউপি সদস্য ইয়াছিন আলীর পরিচালনা করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান, ইউপি সদস্য ফারুক উদ্দিন, মঈন উদ্দিন প্রমুখ।
এদিকে গত বুধবার ৮ এপ্রিল উপজেলার কাঁঠালতলী ৮নং দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন, দক্ষিণ শাহবাজপুর ও তালিমপুর ইউনিয়নেও একইরূপ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।