মরোক্কোয় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ৩১
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০১৫, ১১:৪৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
উত্তর আফ্রিকার দেশ মরোক্কোয় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বিস্ফোরণ ঘটলে আগুন ধরে যায়। এতে কমপক্ষে ৩১ জনের প্রাণহানি হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
আজ ১০ এপ্রিল শুক্রবার (স্থানীয় সময়) সকাল ৭টার আগে দক্ষিণাঞ্চলীয় তান-তান শহরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরো ৯ জন আহত হয়েছেন। নিহতদের বেশির ভাগই ১০ থেকে ১৪ বছর বয়সী বিদ্যালয় শিক্ষার্থী। তারা জাতীয় বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণ শেষে ফিরে আসছিল।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।