মৌলভীবাজারে অবৈধভাবে স্মার্ট ফোন বিক্রির সময় দুই চীনা নারী আটক
প্রকাশিত হয়েছে : ৯ এপ্রিল ২০১৫, ১১:২৯ পূর্বাহ্ণ
মৌলভীবাজার শহরের বাস স্ট্যান্ড এলাকা থেকে আজ ৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে অবৈধভাবে স্মার্ট ফোন বিক্রির সময় দুই চীনা নারীকে আটক করেছে মডেল থানা পুলিশ। তাদের নিকট থেকে সাড়ে ৩ লাখ টাকা মূল্যের ৩০টি উন্নতমানের বিভিন্ন ব্র্যান্ডের স্মার্ট ফোন, নগদ সাড়ে ১২ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, সিলেট শহরের হোটেল সুপ্রীমে রাত যাপন করে দুই দিন ধরে মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকায় চীনা নারী লিও দান রিন (৩৫) ও রিজি মিলি (৩৬) চীনের তৈরি স্মার্ট ফোন বিক্রি করছিল।
এ খবর পেয়ে মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে শহরের কোদালীপুল এলাকার বাস স্ট্যান্ড থেকে তাদের আটক করে। দুই চীনা নারীর নিকট থেকে স্যামসং, আইফোনসহ চীনে তৈরি বিভিন্ন ব্র্যান্ডের উন্নতমানের ৩০টি স্মার্ট ফোন ও নগদ সাড়ে ১২ হাজার টাকা উদ্ধার করার পর পুলিশ জব্দ করে।
মডেল থানার ওসি আব্দুছ সালেক নগদ টাকা, স্মার্ট ফোন উদ্ধার ও দুই নাগরিককে আটকের সত্যতা স্বীকার করে জানান, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।