ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নারী-শিশুসহ নিহত ২৫
প্রকাশিত হয়েছে : ৯ এপ্রিল ২০১৫, ৫:০৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৮ জন। গতকাল বুধবার দিবাগত রাত সোয়া একটার দিকে ভাঙ্গা পৌর এলাকার কৈডুবি সদরদী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে আটজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন-গোপালগঞ্জের মকসুদপুরে সফিকুল, পটুয়াখালী সদরের রেজাউল, খেপুপাড়ার শাহিন ও আসমা, কলাপাড়ার আমেনা ও হেলাল, বরিশালের সূর্য বেগম এবং বানারীপাড়ার আফজাল হোসেন। এদের মধ্যে সফিকুল ওই বাসের সুপার ভাইজার, বাকিরা ওই বাসের যাত্রী।
আহত ব্যক্তিদের প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আরিফ ইসলাম জানান, আহত অবস্থায় ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে তিনজন মারা যান।
দুর্ঘটনার শিকার বাসটির নাম ‘সোনার তরী পরিবহন’। বাসে থাকা যাত্রীরা জানান, বাসটি গতকাল রাত আটটার দিকে ঢাকার গাবতলী থেকে রওনা দিয়ে পটুয়াখালীর খেপুপাড়া যাচ্ছিল। দিবাগত রাত সোয়া একটার দিকে ভাঙ্গা পৌর এলাকার কৈডুবি সদরদী এলাকায় বাসের চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশে থাকা একটি রেইনট্রি গাছের সঙ্গে প্রচণ্ড গতিতে ধাক্কা খায়। বাসটি দুমড়েমুচড়ে যায়।
ঘটনার পর এলাকার লোকজন ও পার্শ্ববর্তী একটি আনসার ক্যাম্পের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন। পরে ভাঙ্গা ও ফরিদপুর ফায়ার সার্ভিসের সদস্যরাও যোগ দেন।
হাইওয়ে পুলিশের মাদারীপুর অঞ্চলের সহকারী সুপার বেলাল হোসেন বলেন, বাসের চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
হাইওয়ে পুলিশ মাদারীপুর জোনের এএসপি বেলাল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের অসচেতনতার জন্য এ দুর্ঘটনা ঘটেছে।
তিনি জানান, ঘটনাস্থলেই ২২ জনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে আরো তিনজনের মৃত্যু হয়। এদের মধ্যে এক শিশু ও চারজন নারী রয়েছে।
এ ঘটনায় নিহতদের মরদেহ সৎকারের জন্য প্রত্যেককে ১০ হাজার টাকা করে এবং আহতদের চিকিৎসা ব্যয় প্রদানের ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক সরদার সরফত আলী।
তিনি জানান, এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।