হবিগঞ্জে ট্রাক্টর-টমটম সংঘষ, শিশুসহ নিহত ৪
প্রকাশিত হয়েছে : ৮ এপ্রিল ২০১৫, ৬:৩৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
হবিগঞ্জ সদর উপজেলায় বালুবাহী ট্রাক্টরের সঙ্গে যাত্রীবাহী ইজিবাইকের সংঘর্ষে এক শিশুসহ চারজন নিহত হয়েছেন।
আজ ৮ এপ্রিল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার অগ্রদূত ফিলিং স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- এক বছর বয়সী সামিয়া, রহিমা (৫০),কলিম মিয়া (৩৫) ও লাল মিয়া (৬৫)। এরা সবাই বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা। এদের মধ্যে রহিমা ঘটনাস্থলে এবং বাকিরা হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান।
এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত পাঁচজন। এরা হলেন- কাওসার, পুলিন দাস, জলিল চৌধুরী, শাহ আলম ও নিহত সামিয়ার মা রাহাতুল।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমুদ্দিন জানান, হতাহতরা সবাই ইজিবাইকের যাত্রী। তারা দৌলতপুর থেকে হবিগঞ্জ শহরে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।