মারাত্মক খরায় তাইওয়ান
প্রধান প্রধান শহরে সপ্তাহে দু’দিন পানি সরবরাহ বন্ধ
প্রকাশিত হয়েছে : ৮ এপ্রিল ২০১৫, ৮:২৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
তাইওয়ানের প্রধান প্রধান কয়েকটি শহরে আজ থেকে সপ্তাহে দু’দিন পানি সরবরাহ বন্ধ রাখা হবে। গত ৭০ বছরে মধ্যে চলতি বছর দেশটিতে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছ ফলে গত এক দশকের মধ্যে মারাত্মক খরায় পড়েছে তাইওয়ান। আর এর পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য পানি সরবরাহ সীমিত রাখার কর্মসূচি নেয়া হয়।
উত্তরাঞ্চলীয় তাইওয়ানের অনেক শহরে পানির যোগান আসে তাওইয়াউয়ানের শিহ্মেন বাধ থেকে। কিন্তু গত হেমন্ত ও শীতে কম বৃষ্টিপাতের কারণে বাধের ধারণ ক্ষমতার মাত্র ২৪.৫ শতাংশ পানি রয়েছে। ১৯৪৭ সালের পর দেশটিতে এতো কম বৃষ্টিপাত আর হয় নি।
তাওইয়াউয়ান নগরীর প্রায় ৮ লাখ ঘরবাড়ি ও ব্যবসা কেন্দ্রে রাষ্ট্রীয় কোম্পানি পানি সরবরাহ বন্ধ করে দেয়। উত্তরাঞ্চলীয় তাইওয়ানের হাসিনচু এবং নয়া তাইপেইতেও একই ব্যবস্থা নেয়া হয়েছে।
দেশটির অর্থনীতির ওপর এর মারাত্মক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। বড় বড় ট্যাংকে পানি ধরে রেখে দু’দিন কাজ চালানোর চেষ্টা করছে ঘরববাড়ি, স্কুল এবং ব্যবসাকেন্দ্রগুলো। এ ছাড়া, সুইমিং পুল ও ব্যায়াম কেন্দ্র দু’দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।