ঢাকা সিটি নির্বাচন
মিন্টুর আবেদন উচ্চ আদালতে খারিজ
প্রকাশিত হয়েছে : ৬ এপ্রিল ২০১৫, ১২:০৭ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বাংলাদেশে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদের জন্য প্রার্থিতার আবেদনকারী আবদুল আওয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিলের আদেশ উচ্চ আদালত বহাল রেখেছেন।
এর বিরুদ্ধে করা তার রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ।
এর ফলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আওয়াল মিন্টু যে সিটি নির্বাচন করতে পারবেন না – তা নিশ্চিত হয়ে গেল।
আগামি ২৮শে এপ্রিল এই নির্বাচন হবে। এতে ঢাকা উত্তরের মেয়র পদে প্রার্থী হবার আবেদন করেছিলেন আবদুল আওয়াল মিন্টু। কিন্তু নির্বাচনী বিধি অনুযায়ী তাকে সমর্থন-দানকারী ব্যক্তি ওই এলাকার ভোটার না হওয়ায় তার মনোনয়নপত্রটি খারিজ হয়ে যায়।
এর বিরুদ্ধে ঢাকার বিভাগীয় কমিশনারের কাছে আপিল করলেও তা খারিজ হয়ে যায়।
এর আবদুল আওয়াল মিন্টুর আইনজীবীরা হাইকোর্টেও রিট আবেদন করেন।
তবে হাইকোর্ট শুনানীর পর আজ নির্বাচন কমিশনের সিদ্ধান্তই বহাল রাখে।