হাকালুকি হাওরের মৎস্য অভয়াশ্রমে কারেন্ট জাল জব্দ
প্রকাশিত হয়েছে : ৪ এপ্রিল ২০১৫, ১২:১৬ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারের হাকালুকি হাওরের কুলাউড়া অংশের কাংড়ি গোবর কুঁড়ি বিলের মৎস্য অভয়াশ্রমে অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে মাছ ধরছে প্রভাবশালীমহল। আজ ৪ এপ্রিল শনিবার বিকেলে মাছ শিকারের সময় এক বিশেষ অভিযানে ৫শ ফুট কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। তবে মাছ ধরার সাথে সম্পৃক্ত কাউকে আটক করা যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ উপস্থিত ছিলেন।
জব্দকৃত জাল উপজেলা প্রাঙ্গণে পুড়িয়ে ফেলা হয়।