দালালচক্রের খপ্পরে পড়ে সর্বস্ব হারানো ইউছুফকে প্রাণনাশের হুমকি
প্রকাশিত হয়েছে : ৪ এপ্রিল ২০১৫, ৮:৫৮ পূর্বাহ্ণ
বিশেষ সংবাদদাতা ::
দালালের খপ্পরে পড়ে বাড়ি বিক্রির টাকা দিয়েও মৌলভীবাজার সদর উপজেলার আগনশী গ্রামের ইউছুফ আলীর দুবাই যাওয়া হল না। তার বিদেশ পাঠানোর টাকা আত্মসাৎ করে দালালচক্র উল্টো প্রাণনাশের হুমকি দিচ্ছে তাকে। বর্তমানে তিনি পরিবার পরিজন নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। আত্মরক্ষায় মৌলভীবাজার মডেল থানায় সাধারণ ডায়েরি করেও দালালচক্রের প্রাণনাশের হুমকি বন্ধ না হওয়ায় ইউছুফ আলী ও তার পরিবার পরিজনের জীবন কাটছে চরম নিরাপত্তাহীনতায় মধ্যে ।
জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার আগনশী গ্রামের ইউছুফ আলী দুবাই যাওয়ার জন্য বাড়ি ঘর বিক্রি করে নবীগঞ্জ উপজেলার লোগাও গ্রামের আইয়ুব আলীকে বছর খানেক পূর্বে ৩ লাখ টাকা দেন। চুক্তি অনুযায়ী দালাল তাকে বিদেশ পাঠাতে ব্যর্থ হয়, এবং টাকা ফেরত দিতে টালবাহানা শুরু করে। এক পর্যায়ে মৌলভীবাজার আদালতে প্রতারণা ও টাকা আত্মসাতের মামলা করেন প্রতারিত ইউছুফ আলী । আসামী জামিনে জেল থেকে বেরিয়ে এসে বেপরোয়া উঠে। মামলা তুলে নিতে হুমকি দেয়। এর প্রেক্ষিতে গত বছরের ২৭ নভেম্বর মৌলভীবাজার মডেল থানায় জিডি করেন ইউছুফ।
সম্প্রতি এ ঘটনার মীমাংসায় সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের স্থানীয় মেম্বার মোস্তাকিন মিয়ার বাড়িতে সালিশ বৈঠক বসলেও কোন সুরাহা হয়নি। ওই এলাকার কতিপয় ব্যক্তি দালালের পক্ষ নিয়ে উল্টো মামলা তুলে নেওয়ার হুমকি দেয়। ফলে ইউছুফ আলী পরিবার পরিজন নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ সালেক জানান, জিডির বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।