সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ে ৩৩ কেভি টাওয়ার বিধ্বস্ত, বিদ্যুৎ বিপর্যয়
প্রকাশিত হয়েছে : ৪ এপ্রিল ২০১৫, ৮:৪১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি টাওয়ার বিধ্বস্ত হওয়ায় সুনামগঞ্জ সদর, দিরাই, শাল্লা ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার প্রায় ২৫ হাজার গ্রাহক অন্ধকারে রয়েছেন।
আজ ৪ এপ্রিল শনিবার ভোরের দিকে কালবৈশাখী ঝড়ে জেলার ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকায় ৩৩ কেভি (৩৩ হাজার) ক্ষমতাসম্পন্ন একটি বৈদ্যুতিক টাওয়ার বিধস্ত হয়।
সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঝড়ে টাওয়ারটি বিধ্বস্ত হওয়ার পর বিকল্প পদ্ধতিতে বিদ্যুৎ সঞ্চালনের চেষ্টা করা হলেও সে লাইনটি কাজ করছে না। ফলে সুনামগঞ্জ সদর উপজেলায় ১৫ হাজার, দিরাই-শাল্লা ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় প্রায় ১০ হাজার গ্রাহক ভোর ৫টা থেকে বিদ্যুৎ পাচ্ছেন না।
তিনি আরো জানান, জেলার চারটি উপজেলায় বিদ্যুৎ ব্যবস্থা সচল করতে বিদ্যুৎ বিভাগের লোকজন ভোর থেকে কাজ করে যাচ্ছে। তবে কখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে তা বলা যাচ্ছে না।