কমলগঞ্জ ২০ ঘণ্টা ধরে বিদ্যুৎবিহীন
প্রকাশিত হয়েছে : ২ এপ্রিল ২০১৫, ৬:০৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
কালবৈশাখী ঝড়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রায় ২০ ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎবিহীন রয়েছে কমলগঞ্জ । গতকাল বুধবার বিকেল পাঁচটা থেকে আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বিদ্যুৎ না থাকায় পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনের অধীনে ৩৫ হাজার গ্রাহক দুর্ভোগ পোহাচ্ছেন।
গতকাল দুপুর থেকে কমলগঞ্জ উপজেলায় ভারী বৃষ্টি ও প্রবল বাতাস শুরু হয়। এ কারণে দফায় দফায় সেখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। বিকেল পাঁচটার দিকে ঝড়ে উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকাসহ বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়ে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়।
পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনের জুনিয়র প্রকৌশলী হাবিবুর রহমান জানান, শুধু পাহাড়ি এলাকা নয়, গ্রামাঞ্চলে বৈদ্যুতিক লাইনের বিভিন্ন যন্ত্রাংশের ক্ষতি হয়েছে। আংশিক মেরামত করে গতকাল রাতে কয়েকবার চেষ্টা করেও বিদ্যুৎ সরবরাহ চালু করা যায়নি। চালু করার কিছুক্ষণের মধ্যে সরবরাহ বন্ধ হয়ে যায়। সকাল থেকে লাইন মেরামতের কাজ চলছে বলে তিনি জানান।
উল্লেখ্য, গতকাল বুধবার বিকেলের কালবৈশাখী ঝড়ে সারা মৌলভীবাজারেই বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। সদর উপজেলায় মধ্যরাতের পর বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হলেও কুলাউড়া, জুড়ী, বড়লেখার অনেক জায়গা এখনো বিদ্যুৎহীন। পল্লী বিদ্যুৎ সূত্রে জানা যায়, বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা সচলের জন্য পুরোদমে কাজ চলছে।