রাশিয়ার ট্রলারডুবিতে নিহত ৫৪, নিখোঁজ ১৫
প্রকাশিত হয়েছে : ২ এপ্রিল ২০১৫, ৫:০২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
রাশিয়ার পূর্বাঞ্চলে অখটস্ক সাগরে ট্রলারডুবিতে অন্তত ৫৪ জন নিহত ও ১৫ জন নিখোঁজ রয়েছেন।
বুধবার রাতে রাশিয়ার পূর্বাঞ্চলীয় মাগাদান শহর থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণের কামস্কাটকা উপকূলের কাছে ট্রলারডুবির এ ঘটনা ঘটে।
রাশিয়ার গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, ডুবে যাওয়া ট্রলারটিতে ১৩২ জন আরোহী ছিলেন। ‘দ্য ড্যানলি ভস্কট’ নামের ওই ট্রলারে রাশিয়ার ৭৮ জন নাগরিক ছিলেন। বাকিদের মধ্যে ৪০ জন মায়ামানমারের এবং কয়েকজন ইউক্রেন, লিথুয়ানিয়া ও ভানুয়াতুর নাগিরক ছিলেন।
রাশিয়ার বার্তা সংস্থা তাস এর বরাত দিয়ে এএফপি আরও জানায়, ট্রলাডুবির ঘটনায় এ পর্যন্ত ৫৪ জনের মৃতদেহ এবং ৬৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ১৫ জন নিখোঁজ রয়েছেন।