মিন্টু-পিন্টুর মনোনয়নপত্র বাতিল, ইসিতে যাচ্ছে বিএনপি প্রতিনিধি দল
প্রকাশিত হয়েছে : ১ এপ্রিল ২০১৫, ৭:০৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা উত্তরের মেয়র পদপ্রার্থী আবদুল আউয়াল মিন্টু এবং দক্ষিণের প্রার্থী সাবেক এমপি নাসির উদ্দিন পিন্টুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ বুধবার ছিল নির্বাচনে মেয়র ও কাউন্সিল পদে আগ্রহী পদপ্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিন।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম জানান, আবদুল আউয়াল মিন্টুর সমর্থক আবদুর রাজ্জাক ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বাসিন্দা না হওয়ায় মিন্টুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া আরেক মেয়র পদপ্রার্থী নাঈম হাসান ঋণখেলাপি হওয়ায় তাঁরও মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শাহ আলম জানান, উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপদে ২১ জন আগ্রহী প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে আনিসুল হক, সারাহ বেগম কবরী ও আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিদ আউয়ালসহ ১৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা জানান, নাসির উদ্দিন আহমেদ পিন্টুসহ তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বিডিআর বিদ্রোহের মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় পিন্টুর মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ২৬ জন প্রার্থী মনোনয়ন জমা দেয়। এর মধ্যে সাঈদ খোকন,মির্জা আব্বাস, আবদুস সালামসহ ২৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইএর সাবেক সভাপতি আবদুল আউয়ালকে ঢাকা উত্তরে মেয়র পদে বিএনপির পক্ষ থেকে সমর্থনের ব্যাপারটি প্রায় চূড়ান্ত ছিল। আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করায় এর বিরুদ্ধে তিনি আপিল করবেন বলে জানিয়েছে বিএনপির একটি সূত্র।
এদিকে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদের সঙ্গে দেখা করতে আজ বুধবার বিকেলে নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছেন বিএনপির একটি প্রতিনিধি দল।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। বিএনপি দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মাজহারুল ইসলাম জানান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এস এম আব্দুল হালিম সিইসি’র সঙ্গে দেখা করতে বুধবার বিকেল সাড়ে ৩টায় সময় নিয়েছেন। ওই সময় বিএনপির প্রতিনিধি দলও দেখা করতে আসবেন বলে জানান তিনি।