ইনাতগঞ্জে ট্রাকচাপায় শিক্ষক নিহত: বিক্ষুব্ধ জনতার মহাসড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০১৫, ১০:৩০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
হবিগঞ্জের ইনাতগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি দিনারপুর এলাকায় ট্রাক চাপায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। বিক্ষুব্দ জনতা মহাসড়ক অবরোধ করে প্রায় ২০টি গাড়ি ভাঙচুর ও ট্রাকে অগ্নি সংযোগ করে। প্রায় ৫ ঘণ্টা অবরোধ ও ভাঙচুরের পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
জানা যায়, গতকাল ৩০ মার্চ সোমবার বিকেল সাড়ে ৪টায় দিনারপুর উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা এমদাদুর রহমান (৫০) স্কুল শেষে বাড়ি ফিরছিলেন। স্কুল সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রী ছাউনীর সামনের রাস্তা পারাপারের সময় সিলেটগামী একটি ইটবোঝাই ট্রাক (চট্টগ্রাম মেট্টো ট-১১-৪৫৮২) পিছন থেকে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত শিক্ষকের বাড়ি ইনাতগঞ্জের গজনাইপুর ইউনিয়নের লোগাঁও গ্রামে।
ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহতের খবরটি মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত ছাত্র জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। এক পর্যায়ে তারা মিছিল দিয়ে পার্শ্ববর্তী কয়েকটি পেট্রোল পাম্পে আশ্রয় নেয়া প্রায় ২০টি ট্রাক ভাঙচুর করে। পরে তারা মিছিল করে রুস্তুমপুরের দিকে যাওয়ার পথে আরো প্রায় ১০টি যাত্রীবাহী বাসসহ বিভিন্ন গাড়ি ভাঙচুর করে। এক পর্যায়ে রাত সোয়া ৭টায় রুস্তুমপুরের পাশে গোপলার বাজার বাসস্ট্যান্ডে পুলিশ কর্তৃক আটক ঘাতক ট্রাকটিকে পেট্টোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
প্রায় ৫ ঘণ্টা অবরোধ ও ভাঙচুরের পর নবীগঞ্জ ও হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে।