স্বেচ্ছাসেবক লীগ নেতা মনু হত্যা মামলায় সাতজনের মৃত্যুদণ্ড
প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০১৫, ৯:৫২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
রাজধানীর মিরপুরে বড়বাগের স্বেচ্ছাসেবক লীগ নেতা মনিরউদ্দিন মনু হত্যা মামলায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শাহাদাত হোসেনসহ সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আজ ৩০ মার্চ সোমবার সকালে ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ বি এম নিজামুল হক এ রায় ঘোষণা করেন।
বিচারক এ মামলায় দোষী সাব্যস্ত করে জাহানারা বেগম নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
বিষয়টি নিশ্চিত করে এপিপি তাসলিমা ইয়াসমিন দীপা জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহাদাত হোসেনসহ পাঁচ আসামি বর্তমানে পলাতক রয়েছেন।
উল্লেখ্য, ২০০৬ সালের ১৫ আগস্ট মনিরউদ্দিন মনুকে মিরপুরের বড়বাগ এলাকায় নিজ বাসার সামনে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়।