শ্রীমঙ্গলে রেলের ভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০১৫, ৯:৩৭ পূর্বাহ্ণ
বিশেষ সংবাদদাতা ::
শ্রীমঙ্গলে রেলওয়ের অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
আজ ৩০ মার্চ সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হকের নেতৃত্বে জিআরপি পুলিশের একটি দল অভিযান চালিয়ে শহরের রেল লাইনের দুধারে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।
এ সময় জিআরপি থানার ওসি ইফতিয়ার আহমেদ চৌধুরী, স্টেশন মাষ্টার অমৃত লাল সরকার ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর লোকজন উপস্থিত ছিলেন।
শ্রীমঙ্গল রেল স্টেশন মাষ্টার জানান, এক শ্রেণীর দখলদাররা দীর্ঘদিন ধরে স্থাপনা নির্মাণ করে শ্রীমঙ্গল রেলের জায়গা দখলে রেখেছিল। ইতিপূর্বে অবৈধ দখলদারদের নোটিশ দিয়ে সকল প্রকার স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছিল। এই নোটিশ অমান্য করায় প্রশাসনের সহযোগীতায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়।