‘ বাংলাকে শাহ আব্দুল করিম ও পণ্ডিত রাম কানাই দাস বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন’— দিরাই উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উৎসবে অর্থমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০১৫, ৬:৫১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সংস্কৃতির ক্ষেত্রে ভাটি বাংলা দিরাই-শাল্লাকে শাহ আব্দুল করিম ও পণ্ডিত রাম কানাই দাস যেমন বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন- তেমনি শিক্ষা ক্ষেত্রেও আগামী প্রজন্ম গৌরব উজ্জ্ব ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রোববার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার বিএডিসি মাঠে ঐতিহ্যবাহী দিরাই উচ্চ বিদ্যালয়ের দুদিনব্যাপী শতবর্ষ উদযাপন উৎসবে উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সৃষ্টিকর্তা আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষের মধ্যে যে গুণগুলো দিয়েছেন, যেসব বিশেষ গুণে মানুষ গুণান্বিত, সেই সব গুণ স্বাভাবিকভাবে বিকাশ হয় না । তার জন্যে চেষ্টা করতে হয়, লেখাপড়াও করতে হয়। এ জন্যে ভালোমানের শিক্ষা প্রতিষ্ঠান ও উচ্চ শিক্ষার কোনো বিকল্প নেই।
বর্ষীয়ান রাজনীতিবিদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থানীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এমপি’র সভাপতিত্বে ও দেশ টিভির সংবাদ পাঠক মেহের-ই-খোদা দীপের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর , অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বিচারপতি মিফতাহ্ উদ্দিন চৌধুরী, সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, শামসুন নাহার শাহানা রব্বানী, সাবেক এমপি মতিউর রহমান, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার এনামুল কবির ইমন ও দিরাই পৌর সভার মেয়র আজিজুর রহমান বুলবুল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সচিব এম আই চৌধুরী, সাবেক অর্থ সচিব আব্দুল মোমিন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, সাংবাদিক-লেখক সালেহ্ চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, গোলাপগঞ্জ উপজেলার প্রাক্তন চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী ও আলতাব উদ্দিন।
উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে সাবেক ছাত্ররা এসে জড়ো হয়েছেন। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে পুরো দিরাই উপজেলা সদর।
রাতে কদ্দুস বয়াতি, শিল্পী মমতাজ বেগমসহ দেশের শীর্ষ শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। আজ সোমবার দু’দিনব্যাপী উৎসব শেষ হবে।