ইহুদি অভিবাসীর গাড়ি চাপায় ফিলিস্তিনি যুবক নিহত
প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০১৫, ৫:২৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
অবৈধ ইহুদি অভিবাসীরা গতকাল রোববার এক ফিলিস্তিনি যুবককে হত্যা করেছে।
ফিলিস্তিনের বার্তা সংস্থা আর-রিসালা জানিয়েছে, এক ইহুদি অভিবাসী রোববার সকালে জর্দান নদীর পশ্চিম তীরের আল খলিল শহরে ফিলিস্তিনের ওই যুবককে গাড়ি চাপা দিয়ে হত্যা করে। এ ঘটনায় আরো অনেকে আহত হয় যারা কিনা নিজ কর্মস্থলের দিকে যাচ্ছিল।
ইহুদিবাদী ইসরাইল প্রায় প্রতিদিনই এ অঞ্চলে হামলা চালিয়ে সাধারণ মানুষকে হতাহত করে।
এদিকে, আল কুদস বিষয়ক গবেষণা প্রতিষ্ঠানের প্রধান রামি সালেহ অভিযোগ করেছেন, ইহুদিবাদী ইসরাইল শহীদ ফিলিস্তিনিদের অঙ্গ-প্রত্যঙ্গ চুরি করে নিয়ে যাচ্ছে। সৌদি আরবের আল মুখতাসার বার্তা সংস্থা এ খবর দিয়েছে। রামি সালেহ আজ ‘শহীদ ফিলিস্তিনিদের মৃতদেহ ফিরিয়ে আনা’ বিষয়ক সম্মেলনে বলেছেন, ইসরাইল অন্তত ১৩৮জন শহীদ ফিলিস্তিনের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ চুরি করে নিয়ে গেছে।
আল কুদস বিষয়ক গবেষণা প্রতিষ্ঠানের প্রধান আরো বলেছেন, তারা ইসরাইলের জেলখানা থেকে ফিলিস্তিনিদের মৃতদেহগুলো ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং এখন পর্যন্ত ইসরাইল ৩১টি মৃতদেহ হস্তান্তর করেছে।