জগৎসী গোপাল কৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০১৫, ১০:১৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারের সদর উপজেলার জগৎসী গোপাল কৃষ্ণ শতবর্ষ পূর্তি ও প্রাক্তন ছাত্র-ছাত্রী মিলনমেলা উৎসব-২০১৫ রোববার সকালে উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী এম,পি। দুই দিনব্যাপি অনুষ্ঠানের প্রথম দিনে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বনমালী ভৌমিক, শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের আহ্বায়ক মসুদ আহমদ, প্রকাশনা কমিটির আহ্বায়ক অ্যাড. মুজিবুর রহমান মুজিব, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অধ্যক্ষ মো. নুরুল ইসলাম।
পরে প্রতিষ্ঠান প্রাঙ্গন থেকে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা এক বর্ণাঢ্য র্যালি বের করে। অনুষ্ঠান সূচিতে রয়েছে আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান।
উল্লেখ্য, ভারতীয় উপমহাদেশের খ্যাতনামা জমিদার মৌলভীবাজার সদর উপজেলার জগৎসী গ্রামের গগন চন্দ্র দেব রায় ১৯১৫ সালে তাঁর পিতা গোপাল কৃষ্ণ দেব রায়ের নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। যুগ পরিক্রমায় বিদ্যালয়টি জুনিয়র পরবর্তীতে উচ্চ বিদ্যালয়ে উন্নীত হয়। ১৯৯৩ সালে এই প্রতিষ্ঠানের প্রাক্তন কৃতি ছাত্র, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বিদ্যালয়টিকে স্কুল এন্ড কলেজে উন্নীত করে নিজের নাম সংযুক্ত করেন এই প্রতিষ্ঠানের নামের সাথে।