বড়লেখায় কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০১৫, ১২:২৮ অপরাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল ২৬ মার্চ বৃহস্পতিবার বড়লেখা ডিগ্রি কলেজ ও নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরবর্তী আলোচনা সভায় বড়লেখা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কাওছার আহমদের সভাপতিত্বে ও প্রভাষক জায়েদ আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমিনুর রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ প্রমুখ।
এদিকে বড়লেখা নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কলেজের অধ্যক্ষ হারুন-উর-রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি।
বিশেষ অতিথির ছিলেনউপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, পৌর কাউন্সিলর তাজ উদ্দিন প্রমুখ।
স্বাধীনতা বিষয়ক গ্রন্থের বিষয়ক মোড়ক উন্মোচন
অনুষ্ঠানে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আবু আহমদ হামিদুর রহমান শিপলুর সম্পাদনা ও প্রকাশনায় ৩০ লক্ষ শহিদ ও ২ লক্ষ মা বোনের আত্মত্যাগের স্মৃতির উদ্দেশ্যে ‘কণ্ঠে সোনার বাংলা’ নামক একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি।