প্রাইভেট কারের মাধ্যমে পাচার
রাজনগরে চোরাই গরুসহ ৩ যুবক আটক
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০১৫, ১২:৩২ অপরাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
প্রাইভেট কারে সিলেট থেকে রাজনগরে আসছিলেন ৩ যুবক। এদের মধ্যে ২জন ছিল পেছনের সিটে বসা। রাজনগর থানার পার্শবর্তী মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কে তখন চলছিল পুলিশি চেক পোস্ট। পুলিশের উপস্থিতি টের পেয়ে উল্টো দিকে পালিয়ে যেতে চাইছিল তারা। কিন্তু বিষয়টি টের পেয়ে পুলিশ পিছু নিয়ে আটক করে ওই যুবকত্রয়কে। তখনই কারটির পিছনের সিটের নিছ থেকে চাদর মুড়া থেকে বেরিয়ে আসে একটি গরু। ঘটনাটি ঘটে আজ ২৫ মার্চ বুধবার বিকাল সাড়ে ৩টার সময় রাজনগর থানার পাশে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের মোড়ে।
পুলিশ জানায়, আজ বিকালে রাজনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেনের নেতৃত্বে রাজনগর থানার পাশে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের মোড়ে পুলিশি চেক পোস্ট বসেছিল। এ সময় সিলেট থেকে রাজনগরের দিকে আসা একটি প্রাইভেটকার চেক পোস্টের কাছাকাছি এসে দ্রুত উল্টো দিকে ফিরে যাচ্ছিল। সন্দেহবশত উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন তাদের পিছু নিয়ে ওই কারটি (ঢাকা মেট্টো-ক-০৩-৯২০৬) আটক করেন। এসময় কারে থাকা ৩ যুবককে আটক ও একটি প্রায় ২৫ হাজার টাকা মূল্যের গরু উদ্ধার করেন।
আটক কৃতরা হ- রাজনগরের কর্নিগ্রামের জুনাইদ আহমদ (২০), সিলেটের বিমানবন্দর থানার মল্লিপাড় এলাকার জিতু মিয়া (১৮) ও কোতয়ালী থানার পাঠানটুলা এলাকার মোহনা-১০ এর মানিক দাশ (১৮)। আটক জুনাইদ সিলেটে প্রাইভেট কার চালনা করে। আটককৃতরা পুলিশকে জানিয়েছে, সিলেটের বিমানবন্দর এলাকা থেকে এ গরুটি চুরি করে রাজনগরের টেংরা এলাকায় নিয়ে যাচ্ছিল।
পুলিশের ধারণা ওই যুবকত্রয় প্রাইভেট কারের মাধ্যমে সিলেট থেকে গরু চুরি করে এনে রাজনগরের বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে।
রাজনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এব্যাপারে রাজনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।