রাজনগরে বিশ্ব যক্ষা দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০১৫, ১০:৩৬ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
“যক্ষা খুঁজবো ঘরে ঘরে, সুস্থ করব চিকিৎসা করে” এ প্রতিপাদ্য নিয়ে আজ ২৪ মার্চ মঙ্গলবার রাজনগরে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে।
যক্ষা দিবস উপলক্ষে স্বাস্থ্য বিভাগ ও হিড বাংলাদেশের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. পার্থ সারথী দত্তের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ডা. আমজাদ হোসেন, প্রনেশ চন্দ্রশীল, শুনীল লাল বৈদ্য, হরিপদ দেব, খসরু মিয়া চৌধুরী, রেদওয়ানুল হক পিপুল, মধুসুধন দত্ত, হরি নারায়ন যাদব প্রমুখ।