‘আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)’র উত্তরসুরীরা জাগ্রত থাকলে এদেশ থেকে সকল প্রকার দালালী, ইসলামকে নিয়ে কটূক্তি, খুন, গুম, নির্যাতন, বোমাবজি বিলুপ্ত হবে ইনশাআল্লাহ’— মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০১৫, ৬:৩৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
কোন ষড়যন্ত্রই ইসলামকে ধ্বংস করতে পারবে না। আখলাকে হাসানার মাধ্যমে সঠিক আদর্শ তুলে ধরতে পারলেই বিশ্বব্যাপী ইসলামের বিজয় সুনিশ্চিত। তিনি বলেন, আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) বিশ্বব্যাপী ইসলাম প্রচারে নিরলস ভূমিকা পালন করে গেছেন। আমেরিকার জমিনে সর্বপ্রথম মসজিদে প্রকাশ্যে মোয়াজ্জিনের আজান ধ্বনিত হয় তারই মাধ্যমে। তাঁর উত্তরসুরীরা সেখানে ইসলামের দাওয়াতি কাজ প্রত্যেহ আন্জাম দিয়ে যাচ্ছেন। ইনশাআল্লাহ অচিরেই গোটা ইউরোপ আমেরিকা ইসলামের আলোয় আলোকিত হবে।
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী মাসব্যাপী ইউরোপ-আমেরিকা দাওয়াতী সফর শেষে গতকাল ২৩ মার্চ সোমবার দেশে ফিরলে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথাগুলো বলেন।
তিনি আরও বলেন, কতিপয় পশ্চিমা দালালের দ্বারা ইসলাম আজ কলংকিত হচ্ছে। আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)’র উত্তরসুরীরা জাগ্রত থাকলে এদেশ থেকে সকল প্রকার দালালী, ইসলামকে নিয়ে কটূক্তি, খুন, গুম, নির্যাতন, বোমাবজি বিলুপ্ত হবে ইনশাআল্লাহ।
গতকাল সোমবার সকাল ১০ টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে সফরসঙ্গীসহ এসে পৌঁছুলে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে বিশাল গাড়ির বহর নিয়ে হযরত শাহজালাল (রহ.)’র মাজার জিয়ারত শেষে সোবহানীঘাটস্থ শাহজালাল ডি. ওয়াই কামিল মাদরাসায় বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া তাঁকে সংবর্ধনা দেয়।
আনজুমানে আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ মাও. এ.কে.এম মনোওর আলীর সভাপতিত্বে ও তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আন্জুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি বেলাল আহমদ, আন্জুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, আনজুমানে আল ইসলাহর স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ূম সিদ্দিকী, মৌলভীবাজার জেলা আল ইসলাহ সভাপতি মাওলানা শামছুল ইসলাম, তালামীযের সাবেক কেন্দ্রীয় সভাপতি আজির উদ্দিন পাশা ও নজির আহমদ হেলাল।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ শরীফ উদ্দীন।