দক্ষিণ সুরমার সুরুজ আলী হত্যা মামলার রায়
২ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০১৫, ১০:২১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় সুরুজ আলী নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ ইফতেখার বিন আজিজ আজ ২৩ মার্চ সোমবার এ রায় ঘোষণা করেন।
মৃত্যদণ্ডপ্রাপ্তরা হলেন- দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের খতিরা গ্রামের এরশাদ আলীর ছেলে ফজর আলী এবং একই গ্রামের আবুল আলীর ছেলে বশির আলী। রায়ের সময় দুজনেই আদালতে উপস্থিত ছিলেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফয়জুল আলী খতিরা গ্রামের এরশাদ আলীর ছেলে। কারাদণ্ডের সঙ্গে তাকে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা না দিলে তাকে আরও এক বছর জেল খাটতে হবে।
এ মামলার ১৪ আসামির মধ্যে একজন বিচার চলাকালে মারা যান। এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় বিচারক বাকি ১০ আসামিকে খালাস দিয়েছেন বলে আদালতের পাবলিক প্রসিকিউটর মসুক আলী জানান।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ২ মার্চ বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে খতিরা গ্রামের মৃত রহমান উল্লাহর ছেলে বাবুল আলী ও এরশাদ আলীর ছেলে ফজর আলীর সমর্থকদের সংঘর্ষ বাঁধে। এ সময় প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই মারা যান বাবুল আলীর ভাই সুরুজ আলী।
ওই ঘটনায় নিহতের ভাই বাবুল আলী বাদী হয়ে ১৪ জনকে আসামি করে দক্ষিণ সুরমা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।