ভাটেরা রিজার্ভ ফরেস্টে চলছে অবাধে গাছ চুরি
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০১৫, ৫:২৬ পূর্বাহ্ণ
শাহ আব্দুল আজিজ, ভাটেরা থেকে ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা রিজার্ভ ফরেস্টে চলছে অবাধে গাছ চুরি, সংরক্ষিত বনভূমি এবং সামাজিক বনায়নের মূল্যবান গাছ কেটে পাঠানো হচ্ছে করাতকলে। ক্ষমতাসীন দলের নেতাদের যোগসাজশে এসব চুরি হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
জানা যায়, গত কয়েকদিন যাবত উপজেলার ভাটেরা রিজার্ভ ফরেস্ট থেকে প্রতিদিন অবৈধভাবে কয়েক’শ মূল্যবান গাছ কাটা হচ্ছে। চুরিকৃত গাছগুলা পাঠানো হচ্ছে উপজেলার বিভিন্ন করাতকলে। ইতোমধ্যে কয়েকবার চুরি করা গাছ উদ্ধার করলেও স্থানীয় আ.লীগ নেতা ও সহযোগী সংগঠনের নেতাদের কারণে তা বন্ধ করা যাচ্ছেনা বলে জানা যায়।
রিজার্ভ ফরেস্টের গাছ চুরিতে ইউনিয়ন আ.লীগ সভাপতি আকমল আলী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, ইউপি যুবলীগের সহ সভাপতি কবির উদ্দিন, ইউপি ছাত্রলীগ সভাপতি সুহেল আহমদের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগের ব্যাপারে ইউপি আ.লীগ সভাপতি এ ব্যাপারে কিছু জানেন না বলে জানান।
এ ব্যাপারে কুলাউড়া বন সংরক্ষক কুসুম আচার্য্য বলেন, রাতের আঁধারে চোরচক্রের জনবল বেশি থাকায় বন্ধ করা কষ্টকর হচ্ছে। বন্ধের জন্য আরো পদক্ষেপ নেয়া হচ্ছে।