রবির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি, ২ জন অগ্নিদগ্ধ
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০১৫, ১১:০৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
কুলাউড়া উপজেলার রবিরবাজারে জ্বালানী তৈল বিক্রির প্যাক পয়েন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি ও ২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ ২২ মার্চ রোববার দুপুর দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। কুলাউড়া ফায়ার সার্ভিস ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কুলাউড়ার রবির বাজারে রবিবার দুপুরে পদ্মা অয়েল কোম্পানি অনুমোদিত শাহজালাল ট্রেডার্স নামে জ্বালানী তৈল বিক্রির প্যাক পয়েন্টে সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী গ্যাস ওয়েল্ডিংয়ের দোকান, বেঙ্গল ফুড, একটি মুদি দোকানের গুদাম পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে কুলাউড়া থেকে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
আগুন নেভাতে গিয়ে পেট্রোল পাম্পের মালিক আব্বাস আলী (৫০) ও কর্মচারী সেলিম মিয়া (২৫) অগ্নিদগ্ধ হন। তাদেরকে উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।