মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০১৫, ৭:১৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক : :
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সন্ধ্যা ৭ টায় মহাসড়কের হাইওয়ে ইন হোটেলের সামনে।
জানা যায়, সুজন দাশ (২৫) ও ভজন চৌধুরী (২৩) মাধবপুরে তাদের এক আত্মীয়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগদান শেষে সন্ধ্যা ৭ টায় মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কে হাইওয়ে-ইন হোটেলের সামনে পৌঁছামাত্র পেছন দিক থেকে একটি ট্রাক মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটর সাইকেল আরোহী নিহত হন।
নিহত সুজন দাশ (২৫) ব্রাহ্মণবাড়িয়ার বিজয় নগর উপজেলার বুধন্তি গ্রামের হরিধন দাশের পুত্র ও ভজন চৌধুরী (২৩) বশরত চৌধুরীর পুত্র ।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করে। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন জানান, পুলিশ দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটিকে আটক করেছে।