কমলগঞ্জে মৈতৈ মণিপুরি নববর্ষ উদযাপন
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০১৫, ৫:২৯ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল মাঝেরগাঁও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উন্মুক্ত মাঠে দিনব্যাপী মৈতৈ মণিপুরী সম্প্রদায়ের মণিপুরি নববর্ষ চৈরাউবা কুম্মৈ ৩৪১৩ উদযাপিত হয়েছে। গতকাল ২১ মার্চ শনিবার সকাল সাড়ে নয়টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মৈতৈ মণিপুরি নববর্ষ উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
জাতীয় পতাকা উত্তোলন করে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মণিপুরি জাতীয় খেলা কাং, কড়ি খেলা, রশি টান, বনদেবীর সন্তোষ্টিতে পূজা অর্চনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক
শোভাযাত্রা শেষে ঐতিহ্যবাহী মণিপুরি পোশাক পরিধান করে বেলা ১১টায় মাঝেরগাঁও মণ্ডপে মণিপুরি ছেলে-মেয়েদের অংশগ্রহণে গ্রাম ভিত্তিক শুরু হয় মণিপুরি জাতীয় খেলা ‘কাং খেলা’। বেলা সাড়ে ১১টায় উন্মুক্ত স্থান ধানি জমিতে রঙিন কাগজ দিয়ে সাজিয়ে বাঁশের বৃত্তাকার বেড়ার মাঝে চলে রশি টানাটানি খেলা। দুপুর সাড়ে ১২টায় বৃদ্ধা গৃহিণীরা ফল, ফুল ভোগ দিয়ে আগরবাতি ও মোমবাতি জালিয়ে নানা আয়োজনে গান গেয়ে বনদেবীর সন্তুষ্টিতে ‘সারোয় খাঙবা’ (বনদেবীর) পূজা করেন। বেলা আড়াইটায় মাঝের গাঁও মণ্ডপে মণিপুরি নারী-পুরুষের যৌথ অংশগ্রহণে চলে ঐতিহ্যবাহী ‘লেকোন শান্নবা’ বা কড়ি খেলা।
বিকাল চারটায় উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা ছয়টায় আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে কবি এ কে শেরামের সভাপতিত্বে মৈতৈ মণিপুরি নববর্ষ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, আদমপুর ইউপি চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া, মণিপুরি প্রবীন সমাজকর্মী শ্রী হামোম গোপাল সিংহ প্রমুখ।