মৌলভীবাজারে সিপিবি-বাসদ’র সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০১৫, ৫:১৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সন্ত্রাস-সহিংসতা, অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদ ও জামায়াত শিবির নিষিদ্ধের দাবিতে সিপিবি ও বাসদ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে আজ ২২ মার্চ বিকাল তিনটায় মৌলভবীবাজার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে এক সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে সভাপতিত্ব করবেন সিপিবির জেলা কমিটির সভাপতি খন্দকার লুৎফর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবু জাফর আহমেদ।
এছাড়া সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ, অ্যাড. ময়নুর রহমান, অ্যাড. নিলিমেষ ঘোষ প্রমুখ।
সমাবেশ শেষে লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হবে।