রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০১৫, ১০:৪৭ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
মৌলভীবাজারের রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
টিকাদান কর্মসূচিতে পিসিভি ও আইপিভি নামক দুটি ভ্যাকসিন অন্তর্ভুক্তির প্রেক্ষিতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় সচেতন মানুষ অংশ নেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. পার্থ সারথি দত্তের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আছকির খান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনুর আক্তার পান্না।
বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. বর্ণালী দাস, ডা. আমজাদ হোসেন, উপজেলা প্রতিবন্ধী কর্মকর্তা মাসুদ রানা, মাও. হিফজুর রহমান আরিফ, প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক আব্দুল হাকিম, স্বাস্থ্য পরিদর্শক সুনিল লাল বৈদ্য, সাংবাদিক আব্দুর রহমান সোহেল, স্বাস্থ্য সহকারী মোকাম্মিল হক বাবর প্রমুখ।
সভা শেষে উপজেলার পরিষদের পার্শবর্তী গড়গাঁও গ্রামের এক শিশুকে টিকা প্রদানের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।