মাধবপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০১৫, ৯:১৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়নের এক নারীকে যৌন হয়রানি ও নগ্ন ছবি প্রকাশের অভিযোগে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি আইনে করা মামলায় শনিবার সকালে উপজেলার হরিতলা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে বাঘাসুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য কাউছার মিয়াকে (৩৫) গ্রেফতার করে।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শহীদ উল্লাহ পিপিএম জানান, কাউছার মিয়া নয়াপাড়া এলাকার লাল খা মাস্টারের মেয়ে এক সন্তানের জননী মুর্শিদা জাহান সুমিকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিত। সুমি তাতে রাজি না হলে কাউছার মিয়া ক্ষিপ্ত হয়ে সুমির ছবি তুলে কম্পিউটারে সম্পাদনা করে তার সঙ্গে নগ্ন ছবি জুড়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়।
তিনি জানান, পরে গত ৭ মার্চ সুমি মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি আইনে একটি মামলা করেন। এই মামলায় ইউপি সদস্য কাউছার মিয়াকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।