অপহরণের ৮ দিন পর শ্রীমঙ্গল থেকে ঢাকার ব্যবসায়ী উদ্ধার, আটক ৬
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০১৫, ১০:০৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ঢাকার উত্তরা থেকে অপহৃত ব্যবসায়ী ওসমান গনিকে শ্রীমঙ্গলের দুর্গম এলাকা হরিণছড়ার মেকানিছড়া থেকে ৮ দিন পর উদ্ধার করেছে র্যাব-৯। গতকাল ১৯ মার্চ বৃহস্পতিবার অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারের পর সেখান থেকে আটক করা হয় ৬ অপহরণকারীকে।
আটককৃতরা হচ্ছে- ময়মনসিংহেরর ত্রিশাল এলাকার লিটন মিয়া, সিলেটের সাব্বির আহমদ সুমন, শ্রীমঙ্গল মোহাজিরাবাদেও কালাম মিয়া, শ্রীমঙ্গলের লইয়াকুল এলাকার লতিফ মিয়া, হরিনছড়া এলাকার অরুন গড়, সুরভিপাড়ার আবু তাহের।
র্যাব-৯ শ্রীমঙ্গলের কোম্পানি কমান্ডার রিয়াজ হাসান রব্বানী ও শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম জানানা, আজ ২০ মার্চ শুক্রবার সকালে শ্রীমঙ্গল থানায় আটক ৬জনকে হস্তান্তর করা হয়েছে। পরে সকাল ৯ টায় ব্যবসায়ী অপহরণকারী ওই ৬ ব্যক্তিকে নিয়ে পূনরায় দুর্গম পাহাড়ী এলাকা মেকানিছড়ায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ মার্চ ময়মনসিংহের গফরগাওয়ের বাসিন্দা ও বর্তমানে ঢাকার উত্তরার গরিব নেওয়াজ এভিনিউ এলাকার জমি ব্যবসায়ী ওসমান গনিকে শ্রীমঙ্গল শহরে জমি দেখানোর নাম করে অপহরণকারী ব্যক্তিরা নিয়ে আসে। সেখান থেকে তাকে উপজেলার দুর্গম পাহাড়ী এলাকা হরিনছড়ার মেকানিকা ছড়ার গহিন জঙ্গলে নিয়ে যায়। সেখানে তাকে আটক করে ২০ কোটি টাকা মুক্তিপন দাবি করে।
অপহরণ ঘটনার খবর পেয়ে র্যাব-৯ মোবাইল ট্রাকের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার ভোরে তাকে উদ্ধার করে ও ঘটনার সাথে জড়িত ১১ জনের মধ্যে ৬ জনকে আটক করে। শুক্রবার সকালে তাদের শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে অপহৃত ব্যবসায়ী ওসমান গনি বাদি হয়ে শ্রীমঙ্গল থানার একটি অপহরণ মামলা দায়ের করেছেন।