কিবরিয়া হত্যা মামলায় পঞ্চম বারের মত সম্পূরক অভিযোগপত্র দাখিল
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০১৫, ৭:৪১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় পঞ্চম বারের মত সম্পূরক অভিযোগপত্র আদালতে দাখিল করেছে সিআইডি। অভিযোগপত্রে পলাতক আসামী মহিবুর রহমানের পিতার নাম সংশোধন করে গতকাল ১৮ মার্চ বুধবার হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানার আদালতে এ অভিযোগ পত্রটি দাখিল করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্র্তা সিলেট সিআইডির সিনিয়র এএসপি মেহেরুন্নেছা পারুল অভিযোগপত্রটি দাখিল করেন।
আদালত পরিদর্শক সাইফুল ইসলাম জানান, ৪র্থ দফা অভিযোগপত্রে আসামী মহিবুর রহমানের পিতার নাম রফিক মিয়ার স্থলে ফরিদ মিয়া উল্লেখ করে আদালতে উপস্থাপন করেন মামলার তদন্তকারি কর্মকর্তা মেহেরুন্নেছা পারুল। মালামাল ক্রোকের সময় এ ভুল ধরা পড়ে। বিষয়টি পুলিশ আদালতকে অবগত করলে গত ২৬ ফেব্রুয়ারি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানা তদন্তকারি কর্মকর্তাকে বার বার চার্জশিটে আসামীদের নাম ঠিকানায় ভুল করায় ভর্ৎসনা করেন।
বুধবার সংশোধিত অভিযোগপত্রটি আমলে নিয়ে পলাতক আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি ও মাল ক্রোকের আদেশ প্রদান করেন আদালত।
অভিযোগপত্রে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মুফতি আব্দুল হান্নান, বিএনপি নেতা হারিছ চৌধুরী, সিলেটের সিটি মেয়র (বর্তমানে বরখাস্ত) আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের পৌর মেয়র (বর্তমানে বরখাস্ত) ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া গউছকে অভিযুক্ত করেমোট ৩৫ জনকে আসামী করা হয়। এছাড়া ৩ জনকে চার্জশিট থেকে অব্যাহতির আবেদন করা হয়। গত বছরের ২১ ডিসেম্বর অভিযোগপত্রটি সিআইডি দাখিল করার পর তা আদালতে গৃহিত হয়। সেই অভিযোগপত্রেও আসামীদের নাম ও ঠিকানা ভুল ছিল।
উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি সদর উপজেলার বৈদ্যের বাজারে সন্ধ্যায় এক সভা শেষে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ ৫ জন নিহত হন।